ডিজিটাল পূজা - এ এক বিচিত্র কিন্তু অভিনব পরিকল্পনা - বেঙ্গল কালচারাল এসোসিয়েশন এর উপস্থাপনায়.

বাঙালির দুর্গাপূজো কবেই দুর্গোৎসব শব্দে পরিবর্তিত হয়েছে। বাঙালি চিরকাল আনন্দ করতে জানে এবং আনন্দ দিতে জানে। আমাদের মতন আবেগপ্রবণ সেই বাঙালিদের এবারের পূজোর আনন্দে বজ্রাঘাত। আপনারা সকলেই জানেন, বর্তমান পরিস্থিতি ও সরকারী বিধিব্যবস্থা অর্থাৎ গাইডলাইন যা পাওয়া গিয়েছে তাতে জনসমাগম একেবারেই করা সম্ভব হচ্ছে না।

তাই এবছর ভার্চুয়াল পূজো। সেই অপ্রিয় সত্য কথাটি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে আমি প্রসেনজিৎ দত্ত কালীবাড়ী দুর্গাপূজো কমিটির তরফ থেকে আমার নিজেরই লেখা কবিতা নিয়ে হাজির হয়েছি। বুঝতে পারছি আপনাদের রাগ,দুঃখ,হতাশা, ক্ষোভ ক্রমশই বাড়ছে। তবু বলছি দয়া করে পূজোর কটা দিন বাড়ি থেকে কেউ বেরোবেন না। সন্ধ্যেবেলায় বেঙ্গল কালচারাল এসোসিয়েশনের শিল্পীদের মনোগ্রাহী অনুষ্ঠান দেখুন প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মে।আসছে বছর আবার আমাদের সবার দেখা হবে । শেষ করব আমার লেখা কবিতাটি দিয়ে।